ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবক (৩০) নিহত হয়েছেন।
সোমবার (১৭ এপ্রিল) ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (১৬ এপ্রিল) রাত ৯টায় উপজেলার পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, অনেকে অপরিচিত লোকটিকে অনেকক্ষণ ধরে বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন। তারাবির নামাজের সময় একটি বাচ্চা নিয়ে টানাটানি করতে দেখে লোকজনের সন্দেহ হয়। এ সময় বাসস্ট্যান্ডে থাকা শত শত লোক এসে তাকে ধরে গণপিটুনি দেয়। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে একই দিন রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
ওসি মো. জিয়ারুল ইসলাম জানান, রোববার রাতে সংবাদ পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছি। সঠিক তথ্য বের করতে এবং যুবকের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম