পাবনার চাটমোহরে ৫২তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা রোববার (২১ জানুয়ারি) শেষ হয়েছে।
চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল হাইস্কুল মাঠ বালুচরে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম। অতিথি ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম,উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ফিরোজা পারভীন,ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক। স্বাগত বক্তব্য দেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলী। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম