পাবনার চাটমোহরে গলায় কম্পিউটারে চার্জারের তাঁর পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে সাজন ইসলাম (১৪) নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। সে চাটমোহর পৌর শহরের আফ্রাতপাড়া মহল্লার শরিফুল ইসলামের ছেলে ও চাটমোহর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমান্ট ইন্সটিটিউটের ৯ম শ্রেনীর ছাত্র ছিল। মঙ্গলবার(৩০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আফ্রাতপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে,মঙ্গলবার দিবাগত রাতে সাজন ইসলামের মা তাকে পড়ালেখা নিয়ে বকাঝকা করেন। এ সময় সবার অগোচরে সাজন নিজ ঘরের ডাবের সাথে কম্পিউটারের চার্জারের তাঁর পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। তাকে অনেক না পেয়ে বাগির লোকজন ঘরের দরজা বন্ধ দেখেন এবং দরজা ভেঙ্গে তাকে ঘরের ডাবের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। চাটমোহর থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা আমাদের বড়ালকে জানানেএ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম