
চাটমোহর উপজেলার দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় চলমান অভিযান অব্যাহত রয়েছে। আজ ৭ জুলাই (রবিবার) উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেকসির বিলের সোহাগবাড়ি অংশে আকস্মিক অভিযান চালানো হয়। অভিযানে চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিলের বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। তবে আশার খবর হচ্ছে—বিলে চায়না দুয়ারি জালের পরিমাণ পূর্বের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে এসেছে, যা স্থানীয়দের মধ্যে সচেতনতার ইতিবাচক প্রতিফলন বলে মনে করা হচ্ছে।
স্থানীয় জেলে ও পরিবেশ সচেতন ব্যক্তিরা বলছেন, প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত হলে দেশীয় প্রজাতির মাছ রক্ষা পাবে এবং বিলগুলো আবারও মাছের ভাণ্ডারে পরিণত হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় চাটমোহর উপজেলার ঐতিহ্যবাহী জলাশয়গুলো আবারও দেশীয় মৎস্য উৎপাদনের অন্যতম কেন্দ্র হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।