পাবনার চাটমোহর উপজেলার ধানকুনিয়া বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করা হয়েছে।
আটককৃত যুবকের নাম মুন্নাফ হোসেন (৩৫)। তিনি ধানকুনিয়া গ্রামের জাবের মণ্ডলের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাবনা কার্যালয়ের পরিদর্শক আব্দুর রহিম জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে ধানকুনিয়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় মুন্নাফ হোসেনের কাছ থেকে পাঁচ পুরিয়া গাঁজা উদ্ধার করে তাকে আটক করা হয়।
পরে আটককৃতকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করা হলে আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা নগদ জরিমানা করেন।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী বলেন, চাটমোহর উপজেলাকে মাদকমুক্ত রাখতে প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকবিরোধী এ অভিযান চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম