পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সজনাই গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম ও রাসেল হোসেন জানান, সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের দিকে গ্রামের সাধু সরদার ও তার তিন ছেলে—আল-আমিন সরদার, আরিফ সরদার ও সালাম সরদারের বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কিছুই রক্ষা করা যায়নি।
আগুনে ঘরে থাকা ধান, পাট, পেঁয়াজ, রসুন, আসবাবপত্র, টেলিভিশন, ফ্রিজ, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী সম্পূর্ণ পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত আল-আমিন সরদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাদের আটটি ঘরই পুড়ে গেছে, এখন থাকার কোনো জায়গা নেই। আগুনে আমাদের প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
চাটমোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. শহিদুল ইসলামহ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম