পাবনার চাটমোহরে রোববার দিবাগত রাতে সশস্ত্র দস্যুতার ঘটনা ঘটেছে। এদিন রাতে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের বড় শালিখা গ্রামের আকবর আলীর বাড়িতে দস্যুতার ঘটনা ঘটে। বাড়িতে ৩/৪ জন ব্যক্তি প্রবেশ করে লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে নগদ ৫ হাজার টাকা,দেড় ভরি স্বর্ণালংকার ও একটি এলইডি টেলিভিশন নিয়ে যায়। তবে পুলিশ বলছে এটি চুরির ঘটনা।
বাড়িে মালিক আকবর আলী জানান,৩/৪ ব্যক্তি বাড়িতে ঢুকে বাড়ির লোকজনকে ডেকে তোলে। দরজা খোলার পর তারা ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা,সোনার গহনা ও টেলিভিশন নিয়ে গেছে।
গুনাইগাছা ইউপি চেয়ারম্যান রজব আলী বাবলু জানান,শুনেছি আকবর আলীর বাড়িতে পেছনের গ্রিল কেটে ভেতরে ঢুকে বাড়ির লোকজনকে জিম্মি করে মালামাল নিয়ে গেছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন জানান,এটা চুরির ঘটনা। বাড়ির লোকজন টের পাওয়ার পর তাদেরকে ভয়ভীতি দেখিয়ে মালামাল নিয়ে গেছে। তিনি জানান,এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম