চাটমোহর পৌর সদর মহল্লায় সোমবার দিবাগত রাতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।
চোর ওই মহল্লার মৃত নিমাই চন্দ্র দাসের স্ত্রী সুমিত্রা দাসের ঘরের দরজা ভেঙে নগদ টাকাসহ ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
এসময় সুমিত্রা দাস পাশের ঘরে ঘুমিয়ে ছিলো। সুমিত্রা দাসের মেয়ে দিপালী রানী দাস জানান,সে রাতের ট্রেনে ঢাকা থেকে এসে মাকে নিয়ে পাশের ঘরে ঘুমিয়ে পড়েন। রাতের কোন এক সময় চোর মায়ের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে আলমারী ভেডে নগদ ৩০ হাজার টাকা, ১ ভরি সোনার গহনা,৫ ভরি রুপার গহনাসহ দামী কাপড়-চোপড়সহ ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান,অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।