
পাবনার চাটমোহরে শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে গ্যাস ট্যাবলেট (কীটনাশক) খেয়ে মরিয়ম খাতুন (৪০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের শিবপুর গ্রামের রওশন আলীর স্ত্রী। পারিবারিক কলহের জের ধরে সবার অগোচরে বাড়ির গোয়াল ঘরে গিয়ে সে গ্যাস ট্যাবলেট খায়। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়। থানায় ইউডি মামলা হয়েছে।

সনদ-গণভোট নিয়ে সরকারের সিদ্ধান্ত হতে পারে আজ
চাটমোহর প্রতিনিধি 













