উৎক্ষেপণের ২২ দিন পর সফলভাবে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে ভারতের চন্দ্রযান-৩।
ইসরো জানায়, রোববার রাত ১১টার পর থেকে চাঁদ এবং চন্দ্রযান-৩ এর মধ্যে কক্ষপথের দূরত্ব কমানোর কাজ শুরু হবে। এরপর বিজ্ঞানীরা ধীরে ধীরে গতি কমিয়ে একটি নির্দিষ্ট জায়গায় মহাকাশযানটিকে নিয়ে যাবেন।নির্দিষ্ট সময়ে চন্দ্রযান-৩-এর অরবিটার থেকে বিচ্ছিন্ন হয়ে চাঁদের মাটিতে নামবে ল্যান্ডার বিক্রম। পৃথিবী থেকে চন্দ্রযান-৩-এর চাঁদে পৌঁছাতে সময় লাগবে মোট ৪০ দিন।
এর আগে, গত ১৪ জুলাই ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চন্দ্রযান-৩ এর সফল উৎক্ষেপণ হয়। ইসরোর বিজ্ঞানীরা আশা করছেন, তারা আগামী ২৩ বা ২৪ আগস্ট এটির মাধ্যমে তারা চাঁদের বুকে রোবটযান নামাতে সক্ষম হবেন। এই অভিযান সফল হলে বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারত চাঁদের দক্ষিণ মেরুতে গবেষণা কাজ শুরু করতে পারবে। চাঁদের ওই অংশ সম্পর্কে এখনও খুব কম তথ্যই মানুষ জানেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম