ঢাকা , বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
ত্রৈমাসিক চলনবিলের সময় পত্রিকার প্রিন্ট,অনলাইন ও মাল্টিমিডিয়া  জরুরি  সংবাদকর্মী আবশ্যক। আবেদন করুন- ই-মেইলে onlynews.calo@gmail.com

চশমা পরে লালগালিচায় বিড়ালের ‘ক্যাটওয়াক’

বরিশাল অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী ‘ক্যাট শো’। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই ‘ক্যাট শোতে’ বিড়ালপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়। দেশি-বিদেশি নানা প্রজাতির, নানা নামের বিড়াল অংশ নেয় এই শোতে।

ক্যাট শোতে বিশেষ আকর্ষণ ছিল বিড়ালদের র‌্যাম শো। যেখানে আদরের বিড়াল নিয়ে লালগালিচায় নানা ভঙ্গিমায় ক্যাটওয়াক করেছে অভিভাবকরা। এ ছাড়া কিউট ক্যাটসহ নানা প্রতিযোগিতায় অংশ নেয় দেশি-বিদেশি ৫০টি বিড়াল। তাদের চোখে চশমা, শরীরে বর্ণিল পোশাক। কারও কপালে টিপ আর বাহারি সাজসজ্জা তো আছেই।

চশমা পরে লালগালিচায় বিড়ালের ‘ক্যাটওয়াক’

এই শো এর মূল আকর্ষণ ছিল বিড়াল। যে কারণে অনুষ্ঠান শুরুর আগেই নগরীর বিভিন্ন এলাকা থেকে সাজিয়ে-গুছিয়ে আদুরে বিড়াল নিয়ে হাজির হন বিড়ালপ্রেমীরা। তাদের পাশাপাশি দর্শনার্থীদেরও ব্যাপক উপস্থিতি ছিল অনুষ্ঠান ঘিরে।

ব্যতিক্রম এই আয়োজনে ভাইরাল মামুন-লায়লা, পুচি, অরিও, ওডি, চিম্মি, কিটি, স্নোফি, চেরি, ভ্যানিলাসহ নানা নামের বিড়াল অংশ নেয়। যেমন খুশি তেমন সাজ, প্রদর্শনী ও র‌্যাম্প শোতে অংশ নেয় প্রায় ৫০টি বিড়াল, যা দেখতে বিড়ালের অভিভাবকদের পাশাপাশি ভিড় করেন দর্শনার্থীরাও।

চশমা পরে লালগালিচায় বিড়ালের ‘ক্যাটওয়াক’

বিশ্বের নানা দেশে পোষা প্রাণীদের নিয়ে এমন আয়োজন করা হলেও দেশে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন খুবই কম। বিড়ালপ্রেমীদের এক ছাতার নিচে নিয়ে আসতে ‘ক্যাট সোসাইটি অব বরিশাল’ নামের একটি সংগঠন আয়োজন করে এই ভিন্নধর্মী শো-এর। বিড়ালের প্রতি মানুষের ভালোবাসা বাড়াতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

এদিকে ক্যাট শোতে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল আলম। তিনি বলেন, ‘ব্যতিক্রম এই আয়োজন মানুষকে প্রাণীদের প্রতি আরও সদয় করবে।’ ভবিষ্যতেও এই ধরনের আয়োজনে পাশে থাকার কথা জানান তিনি।

আগেও বরিশালে এ ধরনের আয়োজন হয়েছে। এবারের আয়োজনে ৫টি ক্যাটাগরিতে মোট ১৫টি পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া ক্যাট শোতে ছিল ক্যাট ফুডের ৭টি স্টল।

নিউজ ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধারের নামে ঋণের ফাঁদ পা দিলেই মাথায় হাত কেরানীগঞ্জের গ্রামে গ্রামে ঋণজাল

চশমা পরে লালগালিচায় বিড়ালের ‘ক্যাটওয়াক’

আপলোড সময় : ০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

বরিশাল অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী ‘ক্যাট শো’। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই ‘ক্যাট শোতে’ বিড়ালপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়। দেশি-বিদেশি নানা প্রজাতির, নানা নামের বিড়াল অংশ নেয় এই শোতে।

ক্যাট শোতে বিশেষ আকর্ষণ ছিল বিড়ালদের র‌্যাম শো। যেখানে আদরের বিড়াল নিয়ে লালগালিচায় নানা ভঙ্গিমায় ক্যাটওয়াক করেছে অভিভাবকরা। এ ছাড়া কিউট ক্যাটসহ নানা প্রতিযোগিতায় অংশ নেয় দেশি-বিদেশি ৫০টি বিড়াল। তাদের চোখে চশমা, শরীরে বর্ণিল পোশাক। কারও কপালে টিপ আর বাহারি সাজসজ্জা তো আছেই।

চশমা পরে লালগালিচায় বিড়ালের ‘ক্যাটওয়াক’

এই শো এর মূল আকর্ষণ ছিল বিড়াল। যে কারণে অনুষ্ঠান শুরুর আগেই নগরীর বিভিন্ন এলাকা থেকে সাজিয়ে-গুছিয়ে আদুরে বিড়াল নিয়ে হাজির হন বিড়ালপ্রেমীরা। তাদের পাশাপাশি দর্শনার্থীদেরও ব্যাপক উপস্থিতি ছিল অনুষ্ঠান ঘিরে।

ব্যতিক্রম এই আয়োজনে ভাইরাল মামুন-লায়লা, পুচি, অরিও, ওডি, চিম্মি, কিটি, স্নোফি, চেরি, ভ্যানিলাসহ নানা নামের বিড়াল অংশ নেয়। যেমন খুশি তেমন সাজ, প্রদর্শনী ও র‌্যাম্প শোতে অংশ নেয় প্রায় ৫০টি বিড়াল, যা দেখতে বিড়ালের অভিভাবকদের পাশাপাশি ভিড় করেন দর্শনার্থীরাও।

চশমা পরে লালগালিচায় বিড়ালের ‘ক্যাটওয়াক’

বিশ্বের নানা দেশে পোষা প্রাণীদের নিয়ে এমন আয়োজন করা হলেও দেশে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন খুবই কম। বিড়ালপ্রেমীদের এক ছাতার নিচে নিয়ে আসতে ‘ক্যাট সোসাইটি অব বরিশাল’ নামের একটি সংগঠন আয়োজন করে এই ভিন্নধর্মী শো-এর। বিড়ালের প্রতি মানুষের ভালোবাসা বাড়াতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

এদিকে ক্যাট শোতে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল আলম। তিনি বলেন, ‘ব্যতিক্রম এই আয়োজন মানুষকে প্রাণীদের প্রতি আরও সদয় করবে।’ ভবিষ্যতেও এই ধরনের আয়োজনে পাশে থাকার কথা জানান তিনি।

আগেও বরিশালে এ ধরনের আয়োজন হয়েছে। এবারের আয়োজনে ৫টি ক্যাটাগরিতে মোট ১৫টি পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া ক্যাট শোতে ছিল ক্যাট ফুডের ৭টি স্টল।