সরেজমিনে চলনবিল অধ্যূষিত তাড়াশ উপজেলা সদরের শিশু পার্ক এলাকার পশ্চিম মাঠে দেখা মেলে ঝাঁকে ঝাঁকে সাদা বক পাখির। চাষিরা বোরো আবাদের জন্য খেত প্রস্তুত করছেন। পাখিরা সেই খেতে হেঁটে হেঁটে খুঁজে খুঁজে পোকা-মাকড় খাচ্ছে। খাবারের সন্ধানে এক জমি থেকে আরেক জমিতে উড়ে বেড়াচ্ছে পাখিগুলো।
তাড়াশ ডিগ্রি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক মর্জিনা ইসলাম বলেন, খাবারের লোভে ও অপেক্ষাকৃত শীত থেকে বাঁচতে নানা প্রজাতির পাখি চলনবিলে আশ্রয় নেয়। বোরো মৌসুমেও পাখির দেখা মেলে চলনবিলে। এই সময়ে মূলত পোকা-মাকড় খেতে আসে। চলনবিলের পাখির মধ্যে বিভিন্ন প্রজাতির বক, সামুকখোল, বালিহাঁস, ডাহুক, রাত চোড়া ও কাঁদা খোঁচা পাখি অন্যতম। চলনবিল রক্ষা আন্দোলন কমিটির তাড়াশ উপজেলার আহŸায়ক আব্দুর রাজ্জাক রাজু বলেন, চলনবিলে পাখি না থাকলে নয়নাভিরাম বিলের প্রকৃতির সান্নিধ্য পাওয়া সম্ভবনা।
এ প্রসঙ্গে উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বলেন, নজরদারী অব্যাহত থাকার কারণে পাখি শিকার কমেছে। চলনবিলে পাখির সমাগম বেড়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম