
চলনবিলে ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। জনজীবনে ক্রমেই বাড়ছে ভগান্তি। শীতের তীব্রতা বেড়ে যাওয়া ভোগান্তিতে পড়ছে চলনবিলের মানুষ। চলনবিলের হান্ডিয়াল, মান্নান নগর, তাড়াশ,কাছিকাটা,মহিষলুটি,নওগাঁ,প্রতাপ, বিনোদপুড়, মাটিয়ামালিপাড়া সহ বিভিন্ন জায়গায় সরজমিনে ঘুড়ে দেখা যায় শীত বস্ত্রের দোকান মানুষের ভিড়। ক্রমেই বাড়ছে শীত ফলে স্বাভাবিক ভাবেই গড়ম কাপড়ের দিকে ছটছে মানুষ।

সনদ-গণভোট নিয়ে সরকারের সিদ্ধান্ত হতে পারে আজ
হান্ডিয়াল নিউজ 












