ঢাকা , বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
ত্রৈমাসিক চলনবিলের সময় পত্রিকার প্রিন্ট,অনলাইন ও মাল্টিমিডিয়া  জরুরি  সংবাদকর্মী আবশ্যক। আবেদন করুন- ই-মেইলে onlynews.calo@gmail.com

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলা, ঢাবিতে শিবিরের বিক্ষোভ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ সমর্থিত লোকজনের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় শিবিরের নেতাকর্মীরা ‘বাঁশের লাঠি তৈরি করো, গোপালগঞ্জ স্বাধীন করো’, ‘লীগ ধরো জেলে ভরো’, ‘ ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ নারায়ে তাকবির, আল্লাহু আকবার’সহ নানা স্লোগান দেন।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে ঢাবি শিবির সভাপতি এসএম ফরহাদ বলেন, ‘আমরা হাসব না কাঁদব, সেটা ভেবে পাই না। আমরা যে রক্ত দিয়ে অন্তর্বর্তী সরকারকে বসিয়েছি, তারা বসে বসে আঙুল চুষে। এই সরকার বিভিন্ন সময়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা ভেবেছিলাম, আগস্টের পর নতুন বাংলাদেশে ডাকসু পাবো। কিন্তু এখন নাটক দেখছি।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে এসএম ফরহাদ বলেন, ‘গোপালগঞ্জে হামলা হলো, এখানেও সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। আপনারা না পারলে দায়িত্ব ছেড়ে দেন। এই দেশে হাজারো ছাত্র রয়েছে, যারা এই সরকার চালাতে সক্ষম। গোপালগঞ্জে হামলাকারী সন্ত্রাসীদের অতি দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। না হলে আমরা ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে নামতে বাধ্য হব।

প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেন, ‘আমাদের প্রত্যাশা ছিল, গত ১৬ বছরে যে সন্ত্রাসী জঙ্গিগোষ্ঠী এই দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, তাদের সমূলে উৎপাটন করা হবে। কিন্তু আমরা দেখেছি, এই খুনি হাসিনার দোসরদের গোপালগঞ্জে আশ্রয় দেওয়া হয়েছে। আজকে এই গোপালিরা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে ভর করেছে। তারা হচ্ছে কালচারাল ফ্যাসিস্ট। তারা আমাদের যৌক্তিক আন্দোলনকে মব বলে।

সাদিক কায়েম আরও বলেন, ‘শহীদ আবু সাঈদের বাংলায় এই খুনি হাসিনার দোসরদের জায়গা হবে না। আপনারা দায়িত্ব পালন করতে না পারলে ছেড়ে দেন। নতুন বাংলাদেশের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন।

এসময় সংগঠনটির ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি আসিফ আব্দুল্লাহ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি রেজাউল করিম শাকিল, ছাত্র অধিকারবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজ ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধারের নামে ঋণের ফাঁদ পা দিলেই মাথায় হাত কেরানীগঞ্জের গ্রামে গ্রামে ঋণজাল

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলা, ঢাবিতে শিবিরের বিক্ষোভ

আপলোড সময় : ০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ সমর্থিত লোকজনের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় শিবিরের নেতাকর্মীরা ‘বাঁশের লাঠি তৈরি করো, গোপালগঞ্জ স্বাধীন করো’, ‘লীগ ধরো জেলে ভরো’, ‘ ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ নারায়ে তাকবির, আল্লাহু আকবার’সহ নানা স্লোগান দেন।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে ঢাবি শিবির সভাপতি এসএম ফরহাদ বলেন, ‘আমরা হাসব না কাঁদব, সেটা ভেবে পাই না। আমরা যে রক্ত দিয়ে অন্তর্বর্তী সরকারকে বসিয়েছি, তারা বসে বসে আঙুল চুষে। এই সরকার বিভিন্ন সময়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা ভেবেছিলাম, আগস্টের পর নতুন বাংলাদেশে ডাকসু পাবো। কিন্তু এখন নাটক দেখছি।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে এসএম ফরহাদ বলেন, ‘গোপালগঞ্জে হামলা হলো, এখানেও সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। আপনারা না পারলে দায়িত্ব ছেড়ে দেন। এই দেশে হাজারো ছাত্র রয়েছে, যারা এই সরকার চালাতে সক্ষম। গোপালগঞ্জে হামলাকারী সন্ত্রাসীদের অতি দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। না হলে আমরা ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে নামতে বাধ্য হব।

প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেন, ‘আমাদের প্রত্যাশা ছিল, গত ১৬ বছরে যে সন্ত্রাসী জঙ্গিগোষ্ঠী এই দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, তাদের সমূলে উৎপাটন করা হবে। কিন্তু আমরা দেখেছি, এই খুনি হাসিনার দোসরদের গোপালগঞ্জে আশ্রয় দেওয়া হয়েছে। আজকে এই গোপালিরা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে ভর করেছে। তারা হচ্ছে কালচারাল ফ্যাসিস্ট। তারা আমাদের যৌক্তিক আন্দোলনকে মব বলে।

সাদিক কায়েম আরও বলেন, ‘শহীদ আবু সাঈদের বাংলায় এই খুনি হাসিনার দোসরদের জায়গা হবে না। আপনারা দায়িত্ব পালন করতে না পারলে ছেড়ে দেন। নতুন বাংলাদেশের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন।

এসময় সংগঠনটির ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি আসিফ আব্দুল্লাহ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি রেজাউল করিম শাকিল, ছাত্র অধিকারবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।