নাটোরের সিংড়ায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
রোববার (১৫ জানুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-৫ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন। এর আগে শনিবার রাতে উপজেলার চক হিয়াতপুর এলাকা থেকে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, গুরুদাসপুর উপজেলার খামার পাথুরিয়া গ্রামের বুলু ফকিরের ছেলে মো. কালু ফকির (৪০) এবং মৃত হাছেন প্রামাণিকের ছেলে মো. আব্দুর রাজ্জাক প্রামাণিক (৬২)।
র্যাব জানিয়েছে, শনিবার রাতে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিংড়া উপজেলার চক হিয়াতপুর এলাকায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় করে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তারা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল।
তাদের বিরুদ্ধে সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম