দিনাজপুরে বিরল উপজেলার ভবানীপুরের একটি কোচিং সেন্টার থেকে উদ্ধার মৃত দুই ভাই ইমরান (৭) ও ইমনের (৫) বাবাকে আটক করেছে পুলিশ।তাদের বাবার নাম শরিফুল ইসলাম।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার মঙ্গলপুর এলাকা থেকে তাকে সুস্থ অবস্থায় আটক করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আসলাম উদ্দিন।
বিরল থানার ওসি রেজাউল হাসান রেজা বলেন, ‘নিহত দুই শিশুর মা কুলসুম বানু ঢাকায় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। তিনি ঢাকা থেকে এসে থানায় অভিযোগ দিলে মামলা করা হবে।
এর আগে শুক্রবার (২৫ নভেম্বর) মরদেহ দুটি উদ্ধার করা হয়।
বিরল থানার ওসি (তদন্ত) আবুবক্কর সিদ্দিক রাসেল জানান, শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে ট্রিপল নাইনে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম