ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ মাদক বহনকারী একটি সিএনজি জব্দ করেছে কসবা থানা পুলিশ।
শনিবার (৮ জুলাই) সকালের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন।
এর আগে, শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের সুবিধাপুর গ্রামের কসবা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে সিএনজিতে রেখে যাওয়া তিনটি বস্তা থেকে ৪৮ বোতল বিয়ার ক্যান, ৫৭ বোতল বিদেশি মদ ও সিএনজিটি জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ সিএনজি জব্দ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম