তুমি আসবে বলে
লুৎফর রহমান (হীরা)
তুমি আসবে বলে,
নতুন সূর্য্য উঠেছে।
তুমি আসবে বলে,
পাখিরা গান ধরেছে।
তুমি আসবে বলে,
প্রজাপতি সুরের ছন্দ তুলেছে।
তুমি আসবে বলে,
আকাশ তারায় তারায় সেজেছে।
তুমি আসবে বলে
বাগানে বাগানে ফুল ফটেছে।
তুমি আসবে বলে,
মৌয়ূর পেখম মেলছে।
বসন্ত তুমি আসবে বলে,
শিমূল লাল রঙ্গে সেজেছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম