যশোরের চুড়ামনকাটি, বারীনগর, হৈবতপুর, ইছালিসহ বিভিন্ন ইউনিয়নে সারাবছরই সবজি চাষ হয়। তবে বর্তমানে এসব মাঠের বেশির ভাগ জমিতে একই সাথে বিভিন্ন সবজি চাষ করছে কৃষকরা। তারা জানান, একই জমিতে পটল, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন ফসল আবাদ করছেন ।
আবার বর্তমানে সার, কীটনাশকের দাম বেড়েছে। একই জমিতে অধিক ফসল করলে সার, কীটনাশক কম লাগে। আগাছাও কম হয়। বাজারে সবজির দর চড়া থাকায় বেশ লাভবান হচ্ছে। কৃষি কর্মকর্তারা জানান, একাধিক ফসল চাষে কৃষকদের লাভ বেশি হয়। আর জমির উর্বরতা শক্তিও বাড়ে।
যশোর জেলায় বছরে দুই মৌসুমে মোট ছয় লাখ টন সবজি উৎপাদিত হয়। এবছর প্রায় ১৭ হাজার ৯০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়েছে।
সূত্র: news২৪bd