ঢাকা , শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
ত্রৈমাসিক চলনবিলের সময় পত্রিকার প্রিন্ট,অনলাইন ও মাল্টিমিডিয়া  জরুরি  সংবাদকর্মী আবশ্যক। আবেদন করুন- ই-মেইলে onlynews.calo@gmail.com

এক জমিতে একাধিক সবজি চাষ

  • নিউজ ডেস্ক:
  • আপলোড সময় : ১১:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
  • ২২৭ বার দেখা হয়েছে।

সংগৃহীত

যশোরে এক জমিতে একাধিক সবজি চাষ করে সফলতা পেয়েছেন কৃষকরা। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব সবজি যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। এ কারণে জেলায় মিশ্র সবজি চাষ দিন দিন বাড়ছে। এ ধরনের সবজি চাষকে ইতিবাচক হিসেবে দেখছে কৃষি বিভাগ।

যশোরের  চুড়ামনকাটি, বারীনগর, হৈবতপুর,  ইছালিসহ বিভিন্ন ইউনিয়নে সারাবছরই সবজি চাষ হয়। তবে বর্তমানে এসব মাঠের বেশির ভাগ জমিতে একই সাথে বিভিন্ন সবজি চাষ করছে কৃষকরা। তারা  জানান, একই জমিতে পটল, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন ফসল আবাদ করছেন ।

আবার বর্তমানে সার, কীটনাশকের দাম বেড়েছে।  একই জমিতে অধিক ফসল করলে সার, কীটনাশক কম লাগে। আগাছাও কম হয়। বাজারে সবজির দর চড়া থাকায় বেশ লাভবান হচ্ছে। কৃষি কর্মকর্তারা জানান, একাধিক ফসল চাষে কৃষকদের লাভ বেশি হয়। আর জমির উর্বরতা শক্তিও বাড়ে।

যশোর জেলায় বছরে দুই মৌসুমে মোট ছয় লাখ টন সবজি উৎপাদিত হয়। এবছর প্রায় ১৭ হাজার ৯০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়েছে।

সূত্র: news২৪bd

নিউজ ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধারের নামে ঋণের ফাঁদ পা দিলেই মাথায় হাত কেরানীগঞ্জের গ্রামে গ্রামে ঋণজাল

এক জমিতে একাধিক সবজি চাষ

আপলোড সময় : ১১:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩

যশোরে এক জমিতে একাধিক সবজি চাষ করে সফলতা পেয়েছেন কৃষকরা। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব সবজি যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। এ কারণে জেলায় মিশ্র সবজি চাষ দিন দিন বাড়ছে। এ ধরনের সবজি চাষকে ইতিবাচক হিসেবে দেখছে কৃষি বিভাগ।

যশোরের  চুড়ামনকাটি, বারীনগর, হৈবতপুর,  ইছালিসহ বিভিন্ন ইউনিয়নে সারাবছরই সবজি চাষ হয়। তবে বর্তমানে এসব মাঠের বেশির ভাগ জমিতে একই সাথে বিভিন্ন সবজি চাষ করছে কৃষকরা। তারা  জানান, একই জমিতে পটল, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন ফসল আবাদ করছেন ।

আবার বর্তমানে সার, কীটনাশকের দাম বেড়েছে।  একই জমিতে অধিক ফসল করলে সার, কীটনাশক কম লাগে। আগাছাও কম হয়। বাজারে সবজির দর চড়া থাকায় বেশ লাভবান হচ্ছে। কৃষি কর্মকর্তারা জানান, একাধিক ফসল চাষে কৃষকদের লাভ বেশি হয়। আর জমির উর্বরতা শক্তিও বাড়ে।

যশোর জেলায় বছরে দুই মৌসুমে মোট ছয় লাখ টন সবজি উৎপাদিত হয়। এবছর প্রায় ১৭ হাজার ৯০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়েছে।

সূত্র: news২৪bd