পৌরসভা সূত্রে জানা গেছে, প্রথম শ্রেণির পৌরসভা এলাকা উল্লাপাড়ায় বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের কাজ ২০২০ সালের নভেম্বরে শুরু হয়। প্রকল্পটি জিওবি, বিশ্ব ব্যাংক, এআইআইবি অর্থায়নে বাস্তবায়ন করছে উল্লাপাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এর সারফেজ ওয়াটার টিট্রমেন্ট প্লান্ট ঘাটিনা এলাকায় করতোয়া নদী পাড়ে এবং পৌরসভা এলাকার হাটখোলায় ওভারহেড ট্যাংকিসহ আরেকটি প্লান্ট নির্মাণ কাজ হয়। দুই ধাপে ব্যয় বরাদ্দের পরিমাণ প্রায় সাড়ে ২৭ কোটি টাকা।
জানা গেছে, পৌরসভার ঘাটিনা এলাকায় করতোয়া নদী থেকে পানি তুলে সেখানকার প্লান্টে বিশুদ্ধ করা হবে। পরে সেই পানি পাইপলাইনের মাধ্যমে হাটখোলায় ওভারহেড ট্যাংকিতে সরবরাহ করা হবে। ট্যাংকি থেকে পাইপলাইনের মাধ্যমে পৌরসভায় বসতিদের বাসা বাড়িতে সরবরাহ দেওয়া হবে। উল্লাপাড়া পৌরসভায় এখন মোট বসতি পরিবার সংখ্যা প্রায় সাড়ে বারো হাজার। এর মধ্যে প্রথম ধাপে প্রায় তিন হাজার পরিবার পাইপ লাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ পাবে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম