সাভার আশুলিয়ায় ৫শ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সহিদুল ইসলাম। এর আগে রবিবার (৫ মার্চ) বিকেলে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যাবসায়ী ইমরুল কায়েস (৩৯) টাঙ্গাইল মির্জাপুর থানার শ্রী হরিপাড়া গ্রামের মো. আনোয়ারুল হকের ছেলে।
গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যাবসায়ী দীর্ঘদিন ধরে গোপনে মির্জাপুর, কালিয়াকৈর, সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ইয়াবা খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল। গতকাল এক গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল আশুলিয়ার বারইপাড়া থেকে ৫শ পিস ইয়াবাসহ ইমরুলকে গ্রেপ্তার করে। পরে আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।
ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম