ঢাকা , শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
ত্রৈমাসিক চলনবিলের সময় পত্রিকার প্রিন্ট,অনলাইন ও মাল্টিমিডিয়া  জরুরি  সংবাদকর্মী আবশ্যক। আবেদন করুন- ই-মেইলে onlynews.calo@gmail.com

ইশরাকের সমর্থকদের উচ্ছ্বাস, দুই উপদেষ্টার পদত্যাগ দাবি

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষণা করার গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট বাতিলের খবরে আনন্দ মিছিল করেছেন ইশরাকের সমর্থক বিএনপির নেতাকর্মীরা। মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন তারা।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে হাইকোর্টের বেঞ্চ, যেখানে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী ছিলেন, নির্বাচন কমিশনের (ইসি) করা রিট আবেদন খারিজের আদেশ দেন।

রিট খারিজের খবর পাওয়া মাত্রই রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থানরত ইশরাকের সমর্থকরা আনন্দ মিছিল বের করে। মিছিলটি কাকরাইল মসজিদ মোড় থেকে মৎস্য ভবন মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় তারা ‘হৈ হৈ রৈ রৈ আসিফ-মাহফুজ গেল কই’ ‘এই মুহূর্তে খবর এল, ইশরাক মেয়র হলো,’ ‘এই মাত্র খবর এল, জনগণের বিজয় হলো’,‘দফা এক দাবি এক, আসিফের পদত্যাগ’ এসব স্লোগান দিতে থাকে।

সূত্রাপূরের বাসিন্দা আবদুর রহমান বলেন, সকাল ৮টায় এসেছি। হাইকোর্টের রায় হয়েছে। আমরা খুশি। আদালত জনগণের ভোটাধিকারের প্রতি সম্মান জানিয়েছি। তবে আমাদের আরেক দাবি, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ, এটা এখনো বাস্তবায়ন হয়নি। অবশ্যই দলীয় উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে।

স্বামীবাগ থেকে আসা জাবেদ আলী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টার কারণে পুরো সরকার বিতর্কের মধ্যে পড়েছে। এরা কারা আপনারা সকলে জানেন। নাম বলতে চাই না। প্রধান উপদেষ্টার উচিত দ্রুত বিষয়টি আমলে নিয়ে পদক্ষেপ নেওয়া। এই বিষয়ে নীরব থাকলে তিনিও বিতর্কে পড়ে যাবেন।

এদিকে আন্দোলনের অষ্টম দিনের শুরুতে বৃষ্টির কারণে নেতাকর্মীদের উপস্থিতি কম থাকলেও হাইকোর্টের রায় ইশরাকের পক্ষে আসার পর থেকে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। বৃষ্টি কমে যাওয়ায় অনেকে পলিথিন বিছিয়ে সড়কে বসে পড়েন। তারা সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন।

হাজারো মানুষের এই জমায়েতের কারণে মৎস্যভবন মোড় হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সেগুন বাগিচা, পল্টন, জাতীয় প্রেস ক্লাব সড়ক, দোয়েল চত্বর, বিজয়নগর সড়ক, তোপখানা রোডের অলিগলিতে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট।

ইশরাকের সমর্থক ও বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ইশরাককে ডিএসসিসির মেয়র পদে বসানোর দাবিতে ১৪ মে থেকে আন্দোলন করে আসছে।

প্রথমে তারা নগর ভবন আটকে আন্দোলন করলেও বুধবার সকাল সাড়ে ১০টা থেকে কাকরাইল মসজিদের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে থাকে। তারা মৎস্য ভবন মোড় ও আশপাশের সড়কে অবস্থান নিয়ে দিনভর বিক্ষোভ চালিয়ে যায়।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপি নেতা ইশরাক হোসেন নিজে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে ঘোষণা দেন, মেয়র পদে দায়িত্ব বুঝে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। একই সঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন।

এরপর রাত পৌনে ১২টা পর্যন্ত তিনি বিক্ষোভকারীদের সঙ্গে অবস্থান নেন। বিক্ষোভের একাংশ রাতভর কাকরাইল মোড়ে অবস্থান নেন এবং আজও তারা অবস্থান কর্মসূচি অব্যাহত রাখছেন।

নিউজ ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধারের নামে ঋণের ফাঁদ পা দিলেই মাথায় হাত কেরানীগঞ্জের গ্রামে গ্রামে ঋণজাল

ইশরাকের সমর্থকদের উচ্ছ্বাস, দুই উপদেষ্টার পদত্যাগ দাবি

আপলোড সময় : ০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষণা করার গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট বাতিলের খবরে আনন্দ মিছিল করেছেন ইশরাকের সমর্থক বিএনপির নেতাকর্মীরা। মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন তারা।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে হাইকোর্টের বেঞ্চ, যেখানে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী ছিলেন, নির্বাচন কমিশনের (ইসি) করা রিট আবেদন খারিজের আদেশ দেন।

রিট খারিজের খবর পাওয়া মাত্রই রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থানরত ইশরাকের সমর্থকরা আনন্দ মিছিল বের করে। মিছিলটি কাকরাইল মসজিদ মোড় থেকে মৎস্য ভবন মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় তারা ‘হৈ হৈ রৈ রৈ আসিফ-মাহফুজ গেল কই’ ‘এই মুহূর্তে খবর এল, ইশরাক মেয়র হলো,’ ‘এই মাত্র খবর এল, জনগণের বিজয় হলো’,‘দফা এক দাবি এক, আসিফের পদত্যাগ’ এসব স্লোগান দিতে থাকে।

সূত্রাপূরের বাসিন্দা আবদুর রহমান বলেন, সকাল ৮টায় এসেছি। হাইকোর্টের রায় হয়েছে। আমরা খুশি। আদালত জনগণের ভোটাধিকারের প্রতি সম্মান জানিয়েছি। তবে আমাদের আরেক দাবি, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ, এটা এখনো বাস্তবায়ন হয়নি। অবশ্যই দলীয় উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে।

স্বামীবাগ থেকে আসা জাবেদ আলী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টার কারণে পুরো সরকার বিতর্কের মধ্যে পড়েছে। এরা কারা আপনারা সকলে জানেন। নাম বলতে চাই না। প্রধান উপদেষ্টার উচিত দ্রুত বিষয়টি আমলে নিয়ে পদক্ষেপ নেওয়া। এই বিষয়ে নীরব থাকলে তিনিও বিতর্কে পড়ে যাবেন।

এদিকে আন্দোলনের অষ্টম দিনের শুরুতে বৃষ্টির কারণে নেতাকর্মীদের উপস্থিতি কম থাকলেও হাইকোর্টের রায় ইশরাকের পক্ষে আসার পর থেকে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। বৃষ্টি কমে যাওয়ায় অনেকে পলিথিন বিছিয়ে সড়কে বসে পড়েন। তারা সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন।

হাজারো মানুষের এই জমায়েতের কারণে মৎস্যভবন মোড় হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সেগুন বাগিচা, পল্টন, জাতীয় প্রেস ক্লাব সড়ক, দোয়েল চত্বর, বিজয়নগর সড়ক, তোপখানা রোডের অলিগলিতে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট।

ইশরাকের সমর্থক ও বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ইশরাককে ডিএসসিসির মেয়র পদে বসানোর দাবিতে ১৪ মে থেকে আন্দোলন করে আসছে।

প্রথমে তারা নগর ভবন আটকে আন্দোলন করলেও বুধবার সকাল সাড়ে ১০টা থেকে কাকরাইল মসজিদের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে থাকে। তারা মৎস্য ভবন মোড় ও আশপাশের সড়কে অবস্থান নিয়ে দিনভর বিক্ষোভ চালিয়ে যায়।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপি নেতা ইশরাক হোসেন নিজে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে ঘোষণা দেন, মেয়র পদে দায়িত্ব বুঝে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। একই সঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন।

এরপর রাত পৌনে ১২টা পর্যন্ত তিনি বিক্ষোভকারীদের সঙ্গে অবস্থান নেন। বিক্ষোভের একাংশ রাতভর কাকরাইল মোড়ে অবস্থান নেন এবং আজও তারা অবস্থান কর্মসূচি অব্যাহত রাখছেন।