বরিশালের বাবুগঞ্জে সাবেক ইউপি সদস্যে দেলোয়ার হোসেনের বাড়ি থেকে ২ নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ জানুয়ারি) রাতে উপজেলার কেদারপুর ইউনিয়নের ভুতেরদিয়া গ্রামে সাবেক ওই ইউপি সদস্যর বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া লাশ দুটি হলো- দেলোয়ার হোসেনের মা লালমোন নেসা (৯৫) ও পুত্রবধূ রিপা বেগম (২৩)। এছাড়া দেলোয়ার হোসেনের স্ত্রী মিনারা বেগমকে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, গতকাল বুধবার রাত ১১টার দিকে ওই ঘরে তিনজন নারী ঘুমিয়ে ছিলেন। তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশিরা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তবে ঘরের এক কোণে সিঁধ কাটার গর্ত পাওয়া গেলেও চুরির কোনো ঘটনা ঘটেনি।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম