নাটোরের গুরুদাসপুর উপজেলার সোনাবাজু গ্রাম থেকে একরামুল হক (৬৮) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) সকালে ওই জমির অদূরে এক আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, একরামুল ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পাশাপাশি চাঁচকৈড় মধ্যপাড়া এলাকায় লিজ নিয়ে ৩ বিঘা জমিতে চাষাবাদ করতেন তিনি। ওই জমি দেখতে বুধবার দুপুরে নিজ ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খুঁজলেও তাকে পাননি। বৃহস্পতিবার সকালে ওই জমির অদূরে এক আম বাগানে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।
গুরুদাসপুর থানার ওসি মনোয়ারুজ্জামান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্তে জায়গা পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে ক্রাইম সিন ইউনিটের সদস্যরা। এ ঘটনায় মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম