এই দিন উদ্যাপনের সঙ্গে জড়িয়ে রয়েছে গত শতকের এক ঐতিহাসিক সমাবেশ। এমনকি এই দিন উদ্যাপনের পিছনে বড় ভূমিকা রয়েছে জাতিসংঘের। ঘটনাটি ১৯৯২ সালের।
১৯৯২ সালে জাতিসংঘের সাধারণ সমাবেশে বিশ্বের সব সদস্য দেশগুলো একত্রিত হয়েছিল। বিশ্বের বেশ কিছু জ্বলন্ত ইস্যুর পাশাপাশি ওই দিন বিশেষভাবে সক্ষম মানুষদের সমস্যা নিয়েও আলোচনা হয়।
সেই আলোচনার ভিত্তিতেই তাদের জন্য একটি বিশেষ দিন ঘোষণা করা হয়। ঠিক করা হয় প্রতি বছর ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হবে। দিনটি পালনের মূল উদ্দেশ্য হবে সমাজে প্রতিবন্ধীদের নিয়ে সচেতনতা প্রচার করা।
এই উদ্দেশ্য পূরণে বেশ কিছু লক্ষ্যও নিয়েছে জাতিসংঘ। প্রতি বছর সেই লক্ষ্যগুলি কতটা পূরণ হল, তা খতিয়ে দেখা হয় ইউনাইটেড নেশনে। পাশাপাশি এই সংক্রান্ত নতুন প্রকল্পের ঘোষণা করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।