২৬ তারিখ পর্যন্ত হিসেব অনুযায়ী এপ্রিল মাসে স্বাভাবিকের চেয়ে ২৩ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে আগামী কয়েক দিনের বৃষ্টিপাতে এ ঘাটতি অনেকটাই কমে আসবে বলে মনে করছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২৮ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, দেশের কয়েকটি জেলায় এখনও মাঝারি তাপপ্রবাহ চলমান থাকলেও, তা কমে আসবে। আগামী কয়েকদিন দেশে থাকবে বৃষ্টিপাত। এই সময় অন্তত চার থেকে পাঁচ দিন থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়লেও আগামী এক সপ্তাহে দেশের কোথাও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই।
আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশের নদী বন্দরগুলোকে ১ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এ মাসে দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ঈশ্বরদীতে ৩৯ ডিগ্রি সেলসিয়াস।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম