কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একটি হাসপাতাল থেকে চুরি হওয়ার চারদিন পর নবজাতককে উদ্ধার করেছে র্যাব।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া র্যাব ক্যাম্পে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, নবজাতক চুরির ঘটনায় চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্রির উদ্দেশ্যে তারা শিশু চুরি করেন। এ ছাড়াও তাদের সঙ্গে দেশি-বিদেশি চক্রের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
গত ৭ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল থেকে নবজাতককে তার নানির কোল থেকে চুরি করে নিয়ে যায় চোর চক্রের এক নারী সদস্য। এরপর থেকেই শিশুকে উদ্ধারে মাঠে নামে কুষ্টিয়া র্যাব-১২ এর সদস্যরা। চারদিন পর দৌলতপুর উপজেলার গোয়ালগ্রাম থেকে শিশু আরিয়ানকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় পলি আরা ও মাহফুজা নামে চোর চক্রের দুই নারী সদস্যকেও গ্রেপ্তার করে র্যাব। শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম