1. admin@handiyalnews24.com : admin :
  2. tenfapagci1983@coffeejeans.com.ua : cherielkp04817 :
  3. ivan.ivanovnewwww@gmail.com : leftkisslejour :
   
চাটমোহর,পাবনা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৪:১৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ সদরে ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ , ৫.৫৮ অপরাহ্ণ
  • ১৩৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় ড্রাম ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে সিরাজগঞ্জ মুলীবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাইকপাড়া ঠাকুরটেক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার রামগাঁতী গ্রামের মো. শাহজামালের ছেলে শুভ (২০) ও একই গ্রামের মো. মুন্নাফ শেখের ছেলে স্বপন (২০)।

সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস জানান, মোটরসাইকেলে করে শুভ ও স্বপন সয়দাবাদের দিকে যাচ্ছিলেন। বিকেল তিনটার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছলে মুলিবাড়ী থেকে সিরাজগঞ্জ শহরগামী ড্রাম ট্রাকটি তাদের চাপা দেয়। এতে দুজনেই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রাম ট্রাকটি জব্দ করেছে। তবে এর চালক পালিয়ে গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।