1. [email protected] : admin :
  2. [email protected] : leftkisslejour :
   
চাটমোহর,পাবনা বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৪:৩৬ অপরাহ্ন

রেলক্রসিংয়ে ট্রেন-ট্রাকের সংঘর্ষ

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ , ৫.৪৭ অপরাহ্ণ
  • ৪২ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও সদর উপজেলায় রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। এ সময় আহত হয়েছেন ট্রাকচালক।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার শিবগঞ্জ আমতলী এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত ট্রাকচালক উপজেলার আরাজি পস্তমপুর গ্রামের সোলায়মান আলীর ছেলে সোহেল রানা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঠাকুরগাঁওয়ের স্টেশনমাস্টার সারোয়ার হোসেন জানান, রোববার দুপুরে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আহত ট্রাকচালককে উদ্ধার করা হয়েছে। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আর কেউ আহত বা নিহত হয়নি।

ঠাকুরগাঁও রোড রেলস্টেশনের মাস্টার আকতারুল ইসলাম জানান, রোববার দুপুর ১টা ২০ মিনিটে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যায়। পরে শিবগঞ্জ আমতলী এলাকায় রেলক্রসিংয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এ কারণে ট্রেন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটেছে। ইতোমধ্যে রেললাইনে থাকা ট্রাকটি সরানোর কাজ চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২২-২০২৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!