1. admin@handiyalnews24.com : admin :
  2. tenfapagci1983@coffeejeans.com.ua : cherielkp04817 :
  3. ivan.ivanovnewwww@gmail.com : leftkisslejour :
   
চাটমোহর,পাবনা বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১২:১৬ অপরাহ্ন

মেয়ের শ্বশুরবাড়ি গিয়ে শাশুড়ির আত্মহত্যা

হান্ডিয়াল নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪ , ৯.১২ অপরাহ্ণ
  • ৫৬ বার পড়া হয়েছে
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের ইটনায় মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে বিউটি আক্তার নামে এক নারী বিষপানে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।

বুধবার (২০ মার্চ) ভোরে উপজেলার ধনপুর ইউনিয়নের চড়পাড়া গ্ৰামে এ ঘটনা ঘটে।

নিহত বিউটি আক্তার (৪০) ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের চড়পাড়া গ্ৰামের ফুল মিয়ার স্ত্রী ও আহাম্মদ মিয়ার মেয়ে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বিউটি আক্তার ও তার মেয়ের স্বামী আমির হোসেনের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বুধবার ভোরে সবার অগোচরে মেয়ের জামাই বাড়ি গিয়ে বিষ খেয়ে অসুস্থ হলে স্বজনরা তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বিউটিকে মৃত ঘোষণা করে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।