1. admin@handiyalnews24.com : admin :
  2. tenfapagci1983@coffeejeans.com.ua : cherielkp04817 :
  3. ivan.ivanovnewwww@gmail.com : leftkisslejour :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন

ভোলায় নতুন কূপে গ্যাসের সন্ধান, আনন্দে ভাসছে স্থানীয়রা

ভোলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩
  • ১৭৮ বার পড়া হয়েছে
ফাইল ছবি

ভোলার পশ্চিম ইলিশায় ভোলা নর্থ-২ নামে নতুন কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে।

বুধবার (২৫ জানুয়ারি) বাপেক্সের মহাব্যবস্থাপক (ভূতত্ত্ব) মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৩ জানুয়ারি) বিকেলে পরীক্ষামূলকভাবে আগুন প্রজ্জ্বলন করা হয়।

স্থানীয়রা জানান, আমাদের এলাকায় নতুন একটি কূপে গ্যাস পাওয়ায় খুবই খুশি। গ্যাস উত্তোলনের পর প্রথমেই আমাদের গ্রামসহ ভোলার সকল মানুষের ঘরে রান্নার জন্য সংযোগ দিলে খুব ভালো হবে।

বাপেক্সের মহাব্যবস্থাপক (ভূতত্ত্ব) মো. আলমগীর হোসেন জানান, ভোলার সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান বাজার-সংলগ্ন এলাকায় ভোলা নর্থ-২ নামে নতুন একটি কূপ খনন শেষে পরীক্ষামূলকভাবে আগুন প্রজ্জ্বলন করা হয়েছে।

তিনি আরও জানান, ভোলা নর্থ-২ এর ৩ হাজার ৫২৮ মিটার গভীরে গ্যাসের অস্তিত্ব পাওয়া যায়। রোববার বিকেলে পরীক্ষামূলকভাবে আগুন প্রজ্জ্বলন হরা হয়। নতুন এই কূপে ৬২০ বিসিএম বা তারও অধিক গ্যাস মজুত আছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বাপেক্স। আগামী ৭২ ঘণ্টা পর এর মজুতের পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
Theme Customized BY — Sikder IT