1. [email protected] : admin :
  2. [email protected] : leftkisslejour :
   
চাটমোহর,পাবনা বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৬:০২ অপরাহ্ন

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বর্জন

স্পোর্টস ডেস্ক,
  • আপডেট সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ , ৫.৪৩ অপরাহ্ণ
  • ৪৬ বার পড়া হয়েছে

মানবাধিকার লঙ্ঘন, নির্মাণ শ্রমিকদের মৃত্যুসহ নানা বিতর্ক পাশ কাটিয়ে আগামী রোববার থেকে শুরু হতে যাচ্ছে কাতার বিশ্বকাপ। এই বিশাল আয়োজনের কর্মযজ্ঞে কাতারে ব্যাপকভাবে মানবাধিকার এবং শ্রম আইন লঙ্ঘন হয়েছে বলে দাবি করে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। চলছে প্রতিবাদ। এমনকি সাবেক অনেক তারকা ফুটবলার এই বিশ্বকাপকে বর্জনও করেছেন। এবার হিপ হপ পপ তারকা ডুয়া লিপা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বর্জন করলেন। যুক্তরাজ্যের এই পপ তারকার কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল। কিন্তু নারী ও বিদেশি শ্রমিকদের অধিকার এবং সমলিঙ্গের সম্পর্ক নিয়ে কাতারের নেতিবাচক অবস্থানের কারণেই তিনি পারফর্ম না করার ঘোষণা দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘আমি কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করব, এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছে। আমি কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করছি না, আর এ নিয়ে তাদের সঙ্গে আমার কোনো লেনদেন হয়নি। ’শুধু লিপা নয়, এর আগে কাতারে পারফর্ম করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ব্রিটিশ পপ তারকা স্যার রড স্টুয়ার্ট। তিনি বলেছিলেন, আমি প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। ওখানে যাওয়া ঠিক নয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অস্ত্র সরবরাহ করার জন্য ইরানেরও বিশ্বকাপ খেলার যোগ্যতা কেড়ে নেওয়া উচিত।এদিকে লিপা বলেছেন, ‘কাতারে যখন মানবাধিকার নিশ্চিত হবে, সত্যিই বিশ্বকাপের আয়োজক হওয়ার যোগ্যতা অর্জন করবে, তখন কাতারে যাওয়ার কথা ভাবব।

এই সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২২-২০২৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!