1. [email protected] : admin :
  2. [email protected] : leftkisslejour :
   
চাটমোহর,পাবনা বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৭:০৯ পূর্বাহ্ন

বিকেলে আটক বাংলাদেশি যুবককে রাতে ফেরত দিলো বিএসএফ

বিশেষ প্রতিবেদন
  • আপডেট সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ , ৩.৫৮ অপরাহ্ণ
  • ১১০ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বাংলাদেশি এক যুবককে আটকের পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে সোমবার (৪ অক্টোবর) রাতে তাকে আটক দেখিয়ে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করে বিজিবি।

আটক ওই যুবকের নাম রুহুল আমিন (২৮)। তিনি খুলনার কয়রা উপজেলার তেতুলতলার চর গ্রামের মো. ইসমাইল সরদারের ছেলেআটক ওই যুবকের নাম রুহুল আমিন (২৮)। তিনি খুলনার কয়রা উপজেলার তেতুলতলার চর গ্রামের মো. ইসমাইল সরদারের ছেলে।

বিজিবি ও পুলিশ সূত্র জানায়, বিকেলে উপজেলার পাথরডুবী সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে রুহুল আমিন। এসময় ভারতের কুচবিহার জেলার ধরলা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস‍্যরা তাকে আটক করে। রাতে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে রুহুল আমিনকে ছেড়ে দেয় বিএসএফ। পরে মামলা দিয়ে বিজিবি তাকে ভূরুঙ্গামারী থানায় সোপর্দ করে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

এই সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২২-২০২৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!