1. [email protected] : admin :
  2. [email protected] : leftkisslejour :
   
চাটমোহর,পাবনা বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৬:৪২ পূর্বাহ্ন

বাড়ি ফেরা হলো না নৈশপ্রহরী সোহরাবের

লালমনিরহাট প্রতিনিধি, হান্ডিয়াল নিউজ
  • আপডেট সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২ , ১.০১ অপরাহ্ণ
  • ৪৯ বার পড়া হয়েছে
ছবি সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধার ট্রেনের ধাক্কায় মো. সোহরাব হোসেন (৫২) নামে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ নভেম্বর ) বিকেল ৪টায় হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহরাব হোসেন ফকিরপাড়া ইউনিয়নের পশ্চিম ফকিরপাড়া গ্রামের মৃত মেহেরজান মিয়ার ছেলে। তিনি হাতীবান্ধা নির্বাহী অফিসের নৈশপ্রহরী পদে কর্মরত আছেন।

জানা গেছে, বিকেলে বাড়ি ফেরার পথে ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের কাছে অরক্ষিত রেলক্রসিং এলাকায় লালমনিরহাট থেকে বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী জানান, সোহরাব হোসেন রেললাইন পার হচ্ছিলেন। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে যাওয়া বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি বড়খাতা এলাকায় পৌঁছালে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২২-২০২৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!