ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
হান্ডিয়াল নিউজ২৪ ডটকম এ জরুরি  সংবাদকর্মী আবশ্যক। আবেদন করুন- ই-মেইলে onlynews.calo@gmail.com

বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল-জলকামান

ঢাকার হেমায়েতপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের শতশত শ্রমিক। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ অবরোধে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহারের মাধ্যমে শ্রমিকদের সরিয়ে দেয়।

সোমবার (০২ জুন) সকাল ৯টার দিকে শ্রমিকরা হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে জলকামান, টিয়ারশেল ও লাঠিচার্জের আশ্রয় নেয়।

জানা গেছে, গত ১৭ মে কারখানা কর্তৃপক্ষ এক নোটিশের মাধ্যমে ১৮ মে থেকে ৩১ মে পর্যন্ত কারখানা ‘লে-অফ’ ঘোষণা করে। ওই নোটিশে এপ্রিল মাসের বকেয়া বেতন ২৫ মে পরিশোধের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। পরে নতুন করে ২৯ মে এবং সর্বশেষ ১ জুন বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা পরিশোধে ব্যর্থ হয় কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক কালবেলাকে বলেন, এপ্রিল ও মে মাসের বেতন এখনো পাইনি। মালিকপক্ষ শুধু তারিখ দিয়ে ঘুরাচ্ছে। আজও বেতন না পেয়ে আমরা সড়ক অবরোধ করি। পরে পুলিশ এসে টিয়ারশেল ছুড়ে আমাদের ছত্রভঙ্গ করে দেয়। অনেকেই আহত হয়েছে।

আরেক শ্রমিক বলেন, ঈদ সামনে। বেতন-বোনাস না পেলে বাড়ি যাওয়া সম্ভব না। মালিক বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। সেনাবাহিনী উপস্থিত থেকেও বেতন দিতে বাধ্য করতে পারছে না।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাভার থানা কমিটির সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, দুই মাস ধরে শ্রমিকরা বেতন পাচ্ছে না। ঈদের আগে বেতন-বোনাস না পেলে শ্রমিকরা পরিবার নিয়ে কষ্টে পড়বে। মালিকপক্ষকে দ্রুত বেতন পরিশোধের অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে জানতে বসুন্ধরা গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল্লাহর মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া কালবেলাকে বলেন, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে আমরা প্রথমে তাদের বুঝিয়ে সড়ক ছাড়ার আহ্বান জানায়। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে টিয়ারশেল ও জলকামান ব্যবহারের মাধ্যমে অবরোধ তুলে দেয়।

নিউজ ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল-জলকামান

আপলোড সময় : ০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

ঢাকার হেমায়েতপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের শতশত শ্রমিক। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ অবরোধে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহারের মাধ্যমে শ্রমিকদের সরিয়ে দেয়।

সোমবার (০২ জুন) সকাল ৯টার দিকে শ্রমিকরা হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে জলকামান, টিয়ারশেল ও লাঠিচার্জের আশ্রয় নেয়।

জানা গেছে, গত ১৭ মে কারখানা কর্তৃপক্ষ এক নোটিশের মাধ্যমে ১৮ মে থেকে ৩১ মে পর্যন্ত কারখানা ‘লে-অফ’ ঘোষণা করে। ওই নোটিশে এপ্রিল মাসের বকেয়া বেতন ২৫ মে পরিশোধের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। পরে নতুন করে ২৯ মে এবং সর্বশেষ ১ জুন বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা পরিশোধে ব্যর্থ হয় কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক কালবেলাকে বলেন, এপ্রিল ও মে মাসের বেতন এখনো পাইনি। মালিকপক্ষ শুধু তারিখ দিয়ে ঘুরাচ্ছে। আজও বেতন না পেয়ে আমরা সড়ক অবরোধ করি। পরে পুলিশ এসে টিয়ারশেল ছুড়ে আমাদের ছত্রভঙ্গ করে দেয়। অনেকেই আহত হয়েছে।

আরেক শ্রমিক বলেন, ঈদ সামনে। বেতন-বোনাস না পেলে বাড়ি যাওয়া সম্ভব না। মালিক বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। সেনাবাহিনী উপস্থিত থেকেও বেতন দিতে বাধ্য করতে পারছে না।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাভার থানা কমিটির সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, দুই মাস ধরে শ্রমিকরা বেতন পাচ্ছে না। ঈদের আগে বেতন-বোনাস না পেলে শ্রমিকরা পরিবার নিয়ে কষ্টে পড়বে। মালিকপক্ষকে দ্রুত বেতন পরিশোধের অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে জানতে বসুন্ধরা গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল্লাহর মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া কালবেলাকে বলেন, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে আমরা প্রথমে তাদের বুঝিয়ে সড়ক ছাড়ার আহ্বান জানায়। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে টিয়ারশেল ও জলকামান ব্যবহারের মাধ্যমে অবরোধ তুলে দেয়।