প্রতিভরি স্বর্নের দাম বড়লো সর্বোচ্চ ২ হাজার ৩৩৩ টাকা। দেশের জুয়েলার্স সমিতি (বাজুস) গত শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে। গত রোববার থেকে নতুন দাম সারা দেশে কার্যকর হয়। বাজুসের ঘোষণা অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে ৮২ হাজার ৪৬৫ টাকা লাগবে। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৭৮ হাজার ৭৩২ টাকা, ১৮ ক্যারেট ৬৭ হাজার ৪৭৭ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরির দাম দাঁড়াবে ৫৫ হাজার ৫২০ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত আছে বলে ওই ঘোষণায় বলা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। উল্লেখ্য, সর্বশেষ গত ২৪ অক্টোবর সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়েছিল। এর আগে ২৭ সেপ্টেম্বর ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা ও ১৯ সেপ্টেম্বর ভরিপ্রতি সর্বোচ্চ ৯৩৩ টাকা কমানো হয়েছিল। তবে গত ১১ সেপ্টেম্বর সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়েছিল জুয়েলার্স সমিতি। এতে সোনার দাম ৮৪ হাজার ৫৬৪ টাকায় দাঁড়ায়।
সংবাদ শিরোনামঃ










নোটিশঃ
জরুরি সংবাদকর্মী আবশ্যক। সবাইকে হান্ডিয়াল নিউজ২৪ পরিবারের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।
প্রতি ভরিতে স্বর্নের দাম বাড়ল ২৩৩২ টাকা
-
হান্ডিয়াল নিউজ ডেস্কঃ
- আপলোড সময় : ০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
- ২০৫ বার দেখা হয়েছে।
নিউজ ট্যাগ :
জনপ্রিয় সংবাদ