জেলার ফরিদপুর ও ভাঙ্গুড়া উপজেলায় আজ বিভিন্ন অনিয়মের দায়ে ১০টি প্রতিষ্ঠানকে মোট দুইলাখ একহাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার দিনব্যাপী দুই উপজেলার বিভিন্ন বাজারে অভিযানকালে এ জরিমানা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।
সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, ফরিদপুর উপজেলায় পিকে ট্রেডার্সকে অবৈধভাবে অনেক বোতল তেল মজুত করে রাখায় ৫০ হাজার টাকা, হাজি রবিউল চাউল ঘরে তেলের মজুদ ও সিগারেটের ভাউচার সংরক্ষন না করায় ৪০ হাজার টাকা, মা স্টোরকে তেল মজুত করে রাখায় ২৫ হাজার টাকা, জবিউল স্টোরকে মূল্য তালিকা না রাখা ও খোলা লবন বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, ভাঙ্গুড়া এবং উপজেলায় তাইয়া ডাইগোনেস্টিক সেন্টারে সেবামূল্য প্রদর্শন না করা এবং সিভিসির মূল্য বেশি রাখায় ২০ হাজার টাকা, মেসার্স বাবু স্টোরে মূল্য তালিকা না থাকা ও পচা খেজুর বিক্রয় করায় ২০ হাজার টাকা, কুন্ডু স্টোরকে তেলের মজুদ থাকায় ২০ হাজার টাকা, ফাতেমা স্টোরকে বেশি দামে পণ্য বিক্রয় করায় ১০ হাজার টাকা এবং দুটি তরমুজের দোকানে মূল্য তালিকা না রেখে বেশি দামে বিক্রি করায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়।