
নড়াইলে জমি নিয়ে বিরোধে প্রতিবেশীকে হত্যার দায়ে এক নারীসহ ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৪মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এলিনা আক্তার এ দণ্ডাদেশ দেন। যাবজ্জীবন ছাড়াও প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, দণ্ডপ্রাপ্তরা হলেন নড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামের সাম খন্দকারের ছেলে জাফর খন্দকার, আলেক মোল্যার ছেলে আকরাম মোল্যা ও বাহারউদ্দীনের স্ত্রী লাইচ বেগম ওরফে লাইছন। জমি সংক্রান্ত বিরোধেরে জেরে আসামিরা গত ২০১১ সালের ২৪ এপ্রিল তাদের প্রতিবেশী মুসা খন্দকারকে কুপিয়ে হত্যা কারে।
এ ঘটনায় উল্লিখিত ৩ আসামির বিরুদ্ধে নিহতের বড় ভাই মো. বিল্লাল খন্দকার বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় প্রত্যেক আসামিকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন।