ঢাকা , বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশঃ
জরুরি সংবাদকর্মী আবশ্যক। সবাইকে হান্ডিয়াল নিউজ২৪ পরিবারের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

ডাক বিভাগের বেদখল সম্পদ দখলমুক্তের চেষ্টা করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, ‘ডাক বিভাগের সম্পদের ডিজিটাল ইনভেন্টরি করুন। বিগত সময়ে ডাক বিভাগের যে সব সম্পদ বেদখল হয়েছে তা দখলমুক্ত করার চেষ্টা করা হবে।

আজ আগারগাঁওয়ে ডাক ভবনে ডাক অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় ডাক অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় ডাক অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ডিজিটাল ট্রান্সফরমেশনের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ডাক বিভাগের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি ডাক অধিদপ্তরের সব নির্মাণ কাজের মান পরীক্ষা করার পাশাপাশি ইকুইপমেন্ট এবং সফটওয়্যার-এর গুণগতমান পরীক্ষা করার বিষয়ে কর্মকর্তাদের নির্দেশনা দেন।

বিভিন্ন প্রকল্পের বিষয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এক্সিট প্ল্যান ছাড়া কোন প্রকল্প অনুমোদন করা হবে না। প্রকল্পের এক্সিট প্ল্যান অবশ্যই থাকতে হবে। নতুন প্রকল্পে ডিপিপি কোয়ালিটি নিশ্চিত করতে হবে।

যে সরকারি সেবা জনগণকে অফিসে গিয়ে সংগ্রহ করতে হয় তা ডাক বিভাগের মাধ্যমে ঘরে পৌঁছে দেয়া যায় কিনা তার সম্ভাবনা যাচাই করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন। শুধু ইউরোপের উদাহরণ না দিয়ে পাশের দেশ ভারত, পাকিস্তানের সফল সার্ভিসের মডেল সম্পর্কে খোঁজ নিতে কর্মকর্তাদের বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।

নিউজ ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ডাক বিভাগের বেদখল সম্পদ দখলমুক্তের চেষ্টা করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব

আপলোড সময় : ০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, ‘ডাক বিভাগের সম্পদের ডিজিটাল ইনভেন্টরি করুন। বিগত সময়ে ডাক বিভাগের যে সব সম্পদ বেদখল হয়েছে তা দখলমুক্ত করার চেষ্টা করা হবে।

আজ আগারগাঁওয়ে ডাক ভবনে ডাক অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় ডাক অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় ডাক অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ডিজিটাল ট্রান্সফরমেশনের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ডাক বিভাগের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি ডাক অধিদপ্তরের সব নির্মাণ কাজের মান পরীক্ষা করার পাশাপাশি ইকুইপমেন্ট এবং সফটওয়্যার-এর গুণগতমান পরীক্ষা করার বিষয়ে কর্মকর্তাদের নির্দেশনা দেন।

বিভিন্ন প্রকল্পের বিষয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এক্সিট প্ল্যান ছাড়া কোন প্রকল্প অনুমোদন করা হবে না। প্রকল্পের এক্সিট প্ল্যান অবশ্যই থাকতে হবে। নতুন প্রকল্পে ডিপিপি কোয়ালিটি নিশ্চিত করতে হবে।

যে সরকারি সেবা জনগণকে অফিসে গিয়ে সংগ্রহ করতে হয় তা ডাক বিভাগের মাধ্যমে ঘরে পৌঁছে দেয়া যায় কিনা তার সম্ভাবনা যাচাই করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন। শুধু ইউরোপের উদাহরণ না দিয়ে পাশের দেশ ভারত, পাকিস্তানের সফল সার্ভিসের মডেল সম্পর্কে খোঁজ নিতে কর্মকর্তাদের বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।