1. [email protected] : admin :
  2. [email protected] : leftkisslejour :
   
চাটমোহর,পাবনা বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৬:৫৮ পূর্বাহ্ন

জুতার ভেতরে ছিল ১ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণ

চট্টগ্রাম সংবাদদাতা
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩ , ১.০৪ অপরাহ্ণ
  • ৫১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে ২০টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭০ লাখ টাকা।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৮ জানুয়ারি) সীতাকুণ্ড বাসস্ট্যান্ডের সামনে থেকে তাদের আটক করা হয়। তবে স্বর্ণের বারগুলো বিশেষ কায়দায় জুতার ভেতর লুকিয়ে রেখেছিল আসামিরা।

আটককৃতরা হলেন, বসু পাল (৩৫) ও রতন পাল (৬০)।

জানা যায়, সীতাকুণ্ড বাসস্ট্যান্ডে সামনে আটক দুজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে ডিউটিরত অফিসার এসআই পাপেল রায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে তাদের দেহ তল্লাশি করলে জুতার ভেতর বিশেষ কায়দায় রাখা ২০টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ২৩৩২ দশমিক ১১ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭০ লাখ টাকা।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, সীতাকুণ্ড বাসস্ট্যান্ডের শ্যামলী কাউন্টারের সামনে থেকে ২০টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২২-২০২৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!