
আজ পাবনার চাটমোহর পৌর সদরের নতুন বাজার জারদিস মোড় এলাকায় অবৈধভাবে সিএনজি অটোরিকশা থেকে চাঁদা উত্তোলনের প্রতিবাদে সোমবার ১৪ই এপ্রিল ঘন্টা ব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সিএনজি চালক ও মালিক সমিতি। একসময় চাটমোহর- ভাঙ্গুড়া, চাটমোহর- পাবনা ও চাটমোহর-মান্নাননগর সড়ক অবরোধ করে রাখা হয়। ফলে শত শত যানবাহন যানজটে পড়ে ভোগান্তিতে পড়তে হয়।
নতুন বাজার জারদিস মোড়ে সোমবার বেলা একটার দিকে গিয়ে দেখা যায়, চাটমোহর, ভাঙ্গুরা, ফরিদপুর ও পাবনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী অটোরিক্সা মালিক ও চালক কোন প্রকার পৌর চাঁদা দিবে না বলে বিক্ষোভ মিছিল করছে। এ সময় তারা অভিযোগ করে জানান পাবনা জেলার কোন উপজেলা বা পৌর সদরে ৫ ই আগস্ট এর পর থেকে কোন চাঁদা নেওয়া হয় না সিএনজি অটোরিক্সার কাছ থেকে। কিন্তু নতুন বাজার এলাকায় বিএনপি পরিচয় ধারী কতিপয় ব্যক্তি চাঁদা উত্তোলন করার চেষ্টা করে এবং চাঁদা না দিলে এই সড়কে সিএনজি অটোরিকশা চালাতে দিবে না বলে জানায়। বিষয়টি নিয়ে পাবনার নেতৃবৃন্দদের সাথে আলোচনা করলে তারা আসলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। পরে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মঞ্জুরুল আলম বিক্ষোভকারীদের ও চাঁদা দাবি কৃত ব্যাক্তিদের নিয়ে থানায় বৈঠকের কথা বললে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ হয়।
পরে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে পাবনা জেলার নেতৃবৃন্দদের নিয়ে চাটমোহর থানায় একটি বৈঠক হয়েছে জানা যায়।