ঢাকা , বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশঃ
জরুরি সংবাদকর্মী আবশ্যক। সবাইকে হান্ডিয়াল নিউজ২৪ পরিবারের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

চাটমোহরে ছাত্রদল নেতা কর্তৃক শিক্ষার্থী ধর্ষণের চেষ্টায় থানায় মামলা

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের শ্রীধরপুরে ১১ই মার্চ রাত্রি সাড়ে আটটার দিকে নবম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের চেষ্টা ও অপহরণের চেষ্টায় ছাত্রদল নেতাকে আসামি করে চাটমোহর থানায় মামলা দেয়ের হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে এই মামলা রিজু হয়। মামলা নাম্বার আট। এ মামলায় হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও তেবাড়িয়া মোল্লাপাড়ার মোঃ রতন হোসেন এবং মামুন হোসেন কে আসামি করে ধর্ষণ চেষ্টা মামলা করা হয়। ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে চাটমোহর থানায় মামলাটি দায়ের করেন।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে রতন ও মামুন সহ বখাটেরা রাস্তায় বিরক্ত করতো আমাকে। নানারকম কুপ্রস্তাব দিত। তাতে সাড়া না দেওয়ায় ১১ ই মার্চ রাত্রি সাড়ে আটটার দিকে এলাকায় সবাই যখন নামাজ পড়ছিল তখন তিন-চারটি মোটরসাইকেল নিয়ে ৬-৭ জন লোক আমাদের বাড়িতে উপস্থিত হয়। এ সময় দরজা খুলতে অপারগতা প্রকাশ করায় তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় রতন ও মামুন আমাকে মুখ চেপে ধরে বাহিরে বের করে নিয়ে যায় ও ধর্ষণের চেষ্টা করেন। এ সময় আমিও আমার মায়ের চিৎকারে প্রতিবেশীরা উপস্থিত হলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে এলাকাবাসীর সহযোগিতায় আমরা চাটমোহর থানায় হাজির হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করি।
চাটমোহর থানার মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ শাজাহান জানান, ধর্ষণ চেষ্টা মামলা রুজু হওয়ার পরেই আমরা আসামি ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব দ্রুতই আসামিদের ধরতে সক্ষম হব আমরা।

হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, মোহাম্মদ রাহাত হোসেন জানান, রতন আমার সংগঠনের সাংগঠনিক সম্পাদক। ঘটনার সাথে তার সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা চাই দোষী ব্যক্তি সে যেই হোক তার বিচার হোক।

নিউজ ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

চাটমোহরে ছাত্রদল নেতা কর্তৃক শিক্ষার্থী ধর্ষণের চেষ্টায় থানায় মামলা

আপলোড সময় : ০২:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের শ্রীধরপুরে ১১ই মার্চ রাত্রি সাড়ে আটটার দিকে নবম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের চেষ্টা ও অপহরণের চেষ্টায় ছাত্রদল নেতাকে আসামি করে চাটমোহর থানায় মামলা দেয়ের হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে এই মামলা রিজু হয়। মামলা নাম্বার আট। এ মামলায় হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও তেবাড়িয়া মোল্লাপাড়ার মোঃ রতন হোসেন এবং মামুন হোসেন কে আসামি করে ধর্ষণ চেষ্টা মামলা করা হয়। ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে চাটমোহর থানায় মামলাটি দায়ের করেন।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে রতন ও মামুন সহ বখাটেরা রাস্তায় বিরক্ত করতো আমাকে। নানারকম কুপ্রস্তাব দিত। তাতে সাড়া না দেওয়ায় ১১ ই মার্চ রাত্রি সাড়ে আটটার দিকে এলাকায় সবাই যখন নামাজ পড়ছিল তখন তিন-চারটি মোটরসাইকেল নিয়ে ৬-৭ জন লোক আমাদের বাড়িতে উপস্থিত হয়। এ সময় দরজা খুলতে অপারগতা প্রকাশ করায় তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় রতন ও মামুন আমাকে মুখ চেপে ধরে বাহিরে বের করে নিয়ে যায় ও ধর্ষণের চেষ্টা করেন। এ সময় আমিও আমার মায়ের চিৎকারে প্রতিবেশীরা উপস্থিত হলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে এলাকাবাসীর সহযোগিতায় আমরা চাটমোহর থানায় হাজির হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করি।
চাটমোহর থানার মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ শাজাহান জানান, ধর্ষণ চেষ্টা মামলা রুজু হওয়ার পরেই আমরা আসামি ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব দ্রুতই আসামিদের ধরতে সক্ষম হব আমরা।

হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, মোহাম্মদ রাহাত হোসেন জানান, রতন আমার সংগঠনের সাংগঠনিক সম্পাদক। ঘটনার সাথে তার সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা চাই দোষী ব্যক্তি সে যেই হোক তার বিচার হোক।