
পাবনার চাটমোহর উপজেলার দিঘিগ্রাম ইউনিয়নের কাটাখালি রামপুর এলাকার ভুট্টা ক্ষেত থেকে জুই খাতুন (৬) এর বিবস্ত লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। সে পার্শ্ববর্তী বড়াইগ্রাম ইউনিয়নের চান্দাই বড়গারফা গ্রামের প্রবাসী জাহিদুল ইসলাম ও মাতা মোমেনা খাতুন এর মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করত।
এলাকাবাসি জানায়, ১৪ই এপ্রিল বিকেল থেকে নিখোজ ছিল শিশু জুই। ১৫ই এপ্রিল সকালে শিশুটির দাদী জহুরা খাতুন পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার রামপুর এলাকার একটি ভুট্টা ক্ষেতে জুঁই এর লাশ দেখতে পায়। এ সময় তার চিৎকারে এলাকাবাসী উপস্থিত হয়ে পুলিশকে খবর দিলে চাটমোহর থানা পুলিশ ও বড়াইগ্রাম থানা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী সদস্য, র্যাব ১২ পাবনা, সিআইডি সহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়।
সুরতাহান শেষে চাটমোহর থানা পুলিশ লাশ পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।
এমন ঘটনায় হতভম্ব হয়ে পড়েছে শিশুটির পরিবার। এলাকাবাসী হত্যাকারীর বিচার দাবি করে করেছেন মিছিল।
সকল মানুষের একটি কথা কি অন্যায় করে ছিল ৬ বছরের শিশু। এমন ঘটনা যেন কারো সাথে না ঘটে সে বিষয়টি নিয়েও এলাকাবাসী আলোচনা করতে থাকেন। এলাকাবাসী দোষী ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবি জানান।