
গ্রামবাংলার প্রতিভাবান সংগীত প্রেমী কন্ঠ শিল্পী ভাই ও বোনদের জন্য সুখবর!এই প্রথম সর্ববৃহৎ পরিসরে “হান্ডিয়াল সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ” এর উদ্যোগে *বর্ষবরণ উৎসব ১৪৩২* এর অনন্য আয়োজন -তুমুল গানের লড়াই,,,,,,,,,
“চলনবিল সেরা কণ্ঠ প্রতিযোগিতা -১৪৩২”
স্হানঃ হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মুক্ত মঞ্চ,হান্ডিয়াল, চাটমোহর, পাবনা।
১ম ও ২য় রাউন্ড :১লা বৈশাখ, ১৪৩২,রোজ :সোমবার।
তৃতীয় রাউন্ড ও চূড়ান্ত পর্ব :২রা বৈশাখ ১৪৩২ রোজ মঙ্গলবার।
সময়ঃ বিকাল ০৩:০০ ঘটিকা হতে।
শর্তাবলী :
#১: যে কোন স্থান থেকে যেকোনো বয়সের আগ্রহী পুরুষ অথবা নারী শিল্পী রেজিস্ট্রেশন করতে পারবেন।
##২: রেজিস্ট্রেশন ফি বাবদ ৩০০ টাকা মাত্র সরাসরি অথবা নিম্ন নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিকাশ করতে পারবেন।
সরাসরি যোগাযোগ :মোহাম্মদ সাদ্দাম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক, অত্র প্রতিষ্ঠান মোবাঃ ০১৭৪৬ ১৬১৬৪৬,এবং মোঃ শহীদুল্লাহ কায়সার হীরা, অর্থ বিষয়ক সম্পাদক, অত্র প্রতিষ্ঠান,মোবাঃ ০১৬৪২৬৭৩২৯৯।
উল্লেখ থাকে যে, উক্ত দুটি নম্বরে হোয়াটসঅ্যাপ এবং বিকাশে যোগাযোগ করতে পারবেন।
#৩:প্রতিযোগীকে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও জন্ম নিবন্ধন অথবা
এন আই ডি কার্ডের একটি ফটোকপি জমা দিতে হবে।
#৪:রেজিস্ট্রেশনের শেষ সময় পহেলা বৈশাখ দুপুর ১২ঃ০০ ঘটিকা পর্যন্ত।
****প্রথম পুরস্কার -**একটি হারমোনিয়াম, ***দ্বিতীয় পুরস্কার -**একটি গিটার এবং*** তৃতীয় পুরস্কার -**একটি উকুলেলে।
আজই রেজিস্ট্রেশন করুন, নিজের প্রতিভা বিকশিত করুন, যোগ্যতার প্রমাণ করুন এবং সম্মান অর্জন করুন।