চট্টগ্রামের রাউজানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দীকার উপর হামলাকারী শহীদুল ইসলাম শহীদকে গ্রেফতার করেছে পুলিশ।
রাউজান থানা পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরে হামলার পর রাতে রাউজান পৌর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
আজ বুধবার সকালে হামলাকারী শহীদকে আদালতে সোপর্দ করা হয়েছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুল ইসলাম ভূইঁয়া বলেন, মঙ্গলবার দুপুরে রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দীকার অফিস কক্ষে গিয়ে হত্যার উদ্দেশ্যে চেয়ার দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করে। এরপর দলবল নিয়ে অফিস কক্ষের আসবাবপত্র ভাঙচুর চালায় শহীদ।
এ ঘটনায় ওই নারী প্রকল্প কর্মকর্তা বাদি হয়ে থানায় অভিযোগের পর মামলা রুজু হয়। এরপর মঙ্গলবার রাতেই শহীদকে গ্রেফতার করা হয়। শহীদ ইসলাম রাউজান পৌরসভার শাহ নগর গ্রামের শরীফ বাড়ির মৃত মাদুল ড্রাইভারের ছেলে।