
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নে ঘুড়ি ওড়াতে গিয়ে বজ্রপাতে এক শিশু নিহত হয়েছেন।
বুধবার (২৯ মার্চ) গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে উপজেলার রাওনা ইউনিয়নের খরুয়া মকুন্দ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ওই এলাকার মো. জিয়া উদ্দিনের ছেলে জিহাদ (১২)।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, বুধবার সকালে বাতাসসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় জিহাদ ঘুড়ি নিয়ে বাড়ির পাশে ওড়াতে যায়। তখন হঠাৎ বজ্রপাতে জিহাদ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‘ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা ও সিসিটিভি, উড়বে ড্রোন’
ময়মনসিংহ প্রতিনিধি 








