1. [email protected] : admin :
  2. [email protected] : leftkisslejour :
   
চাটমোহর,পাবনা সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:১৩ পূর্বাহ্ন

করুণা চাই না, কাজ করে বাঁচতে চাই

হান্ডিয়াল নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ , ১০.০৮ অপরাহ্ণ
  • ৭৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস আজ। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজধানীতে জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বের হয় এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা।

শনিবার (৩ ডিসেম্বর) সকাল ৮টায় শোভাযাত্রাটি রাজধানীর মিরপুর গোলারটেক মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা ঘুরে দুপুর ১টায় ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে গিয়ে শেষ হয়।

প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য তুলে ধরে সংগঠনের সভাপতি মো. সোহেল রানা বলেন, প্রতিবন্ধীরা আজ অবহেলিত। সারা বিশ্বে আজ প্রতিবন্ধী দিবস পালিত হচ্ছে। আমরাও আজ বাংলাদেশে ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করছি।
তিনি বলেন, দেশে সরকারের নিবন্ধিত ২৬ লাখ প্রতিবন্ধী আছে। বিশ্ব জরিপে প্রায় এক কোটি ৭০ লাখ প্রতিবন্ধী রয়েছে। এদের মধ্যে ঢাকা মহানগরীতে প্রায় দুই হাজার প্রতিবন্ধীকে কর্মযজ্ঞ করে তুলতে পেরেছি। সরকারের কাছে আমাদের দাবি, আমরা করুণা চাই না, কাজ করে বাঁচতে চাই। এটাই হবে আমাদের একমাত্র স্লোগান।

এই সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২২-২০২৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!