
পাবনা জেলার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ও আশেপাশের এলাকায় ঈদের ছুটিতে বিনোদনপ্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে দরাপপুর ব্রিজ, বওশা ব্রিজ ও কুটুমবাড়ি রেস্টুরেন্ট এলাকায় দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
বিনোদনপ্রেমীদের ঢল দরাপপুর ব্রিজ ও বওশা ব্রিজে
ঈদের আনন্দ ভাগ করে নিতে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের নিয়ে অনেকেই ছুটে এসেছেন দরাপপুর ও বওশা ব্রিজে। প্রকৃতির মনোরম পরিবেশ ও নদীর তীরবর্তী মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে এখানে প্রতিদিনই হাজারো মানুষের সমাগম ঘটে। সন্ধ্যাবেলা নদীর তীর ঘেঁষে বসে থাকা মানুষজনের গল্পগুজব ও হাস্যরসে মুখরিত হয়ে ওঠে স্থানটি।
কুটুমবাড়ি রেস্টুরেন্টে জমজমাট ভিড়
হান্ডিয়াল এলাকার অন্যতম জনপ্রিয় খাবারের স্থান কুটুমবাড়ি রেস্টুরেন্ট। ঈদের ছুটিতে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে অনেকেই এখানে ভিড় জমিয়েছেন। সুস্বাদু খাবার ও চমৎকার পরিবেশের কারণে এটি ঈদ আনন্দ উপভোগের জন্য অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।
পর্যটকদের নিরাপত্তা ও স্থানীয় প্রশাসনের তৎপরতা
ঈদের ছুটিতে পর্যটকদের ভিড় সামাল দিতে স্থানীয় প্রশাসন বিশেষ নজরদারি চালাচ্ছে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এছাড়া, স্থানীয় ব্যবসায়ীরাও পর্যটকদের সেবায় নিয়োজিত ছিলেন।
স্থানীয়দের মতামত
দোকানদার ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঈদের সময় এমন ভিড় প্রতিবছরই দেখা যায়। পর্যটকদের আনাগোনার ফলে স্থানীয় ব্যবসায়ীদের জন্য এটি একটি বড় সুযোগ। তবে কিছু দর্শনার্থীর অসতর্ক আচরণ ও আবর্জনা ফেলার প্রবণতা পরিবেশের জন্য হুমকি সৃষ্টি করছে বলেও অনেকে মত প্রকাশ করেছেন।
ঈদের ছুটিতে পাবনার হান্ডিয়াল এলাকার দরাপপুর ব্রিজ সহ, বওশা ব্রিজ ও কুটুমবাড়ি রেস্টুরেন্ট বিনোদনপ্রেমীদের জন্য অন্যতম গন্তব্য হয়ে উঠেছে। প্রাকৃতিক সৌন্দর্য ও বিনোদনের সুযোগ থাকায় প্রতি বছর এখানে দর্শনার্থীদের সংখ্যা বাড়ছে। তবে পর্যটকদের সচেতনতা ও স্থানীয় প্রশাসনের তৎপরতা থাকলে ভবিষ্যতে এই স্থানগুলোর জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে।