1. [email protected] : admin :
  2. [email protected] : leftkisslejour :
   
চাটমোহর,পাবনা বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:২৭ অপরাহ্ন

ইয়াবাসহ গ্রেপ্তার ১

আশুলিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : সোমবার, ৬ মার্চ, ২০২৩ , ৫.৫৩ অপরাহ্ণ
  • ৬৩ বার পড়া হয়েছে

সাভার আশুলিয়ায় ৫শ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সহিদুল ইসলাম। এর আগে রবিবার (৫ মার্চ) বিকেলে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যাবসায়ী ইমরুল কায়েস (৩৯) টাঙ্গাইল মির্জাপুর থানার শ্রী হরিপাড়া গ্রামের মো. আনোয়ারুল হকের ছেলে।

গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যাবসায়ী দীর্ঘদিন ধরে গোপনে মির্জাপুর, কালিয়াকৈর, সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ইয়াবা খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল। গতকাল এক গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল আশুলিয়ার বারইপাড়া থেকে ৫শ পিস ইয়াবাসহ ইমরুলকে গ্রেপ্তার করে। পরে আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।
ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২২-২০২৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!