দিন দিন হারিয়ে যাচ্ছে চুড়ই পাখি।এখন আর দেখাই যায় না বললেই চলো। এক সময় তাল গাছে,নারকেল গাছে ঝুলে থাকতে দেখা যেত চুড়ই পাখি ও তার বাসা। এখন এটা দেখতে পাওয়া প্রায় দুষ্প্রাপ্য।